ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

৪৮ জন পেলেন সাহিত্য দিগন্ত সম্মাননা ও পুরস্কার

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৩ জুলাই ২০২২

২৩ জুলাই বিকেল ৩টায় রাজধানীর কবিতা ক্যাফেতে হয়ে গেল ৭ম সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার প্রদান অনুষ্ঠান। ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকার আয়োজনে এতে উপস্থিত ছিলেন দেশের ১১৬ জন কবি ও কথাসাহিত্যিক।

অনুষ্ঠান উদ্বোধন করেন কবি আলমগীর রেজা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন। স্বাগত বক্তব্য রাখেন কবি শাহীন রেজা। প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক প্রাকৃতজ শামিম রুমি টিটন।

বিশেষ অতিথি ছিলেন ড. শাহাদাৎ হোসেন নিপু, ফারজানা করিম, মেহবুবা হক রুমা, আহমেদ চঞ্চল, আছমা খানম, এবং কুমু আখলাক।

সভাপতিত্ব করেন ঢাকা সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক জিয়াউল হক। সঞ্চালনা করেন জায়েদ হোসাইন লাকী, ফৌজিয়া ইসলাম তিষা, ফাহিমা সারোয়ার সুফল, হাবিবা মুস্তারিন, নাদিরা খানম এবং জান্নাত তায়েবা।

সাহিত্য দিগন্ত সম্মাননাপ্রাপ্তরা হলেন- আলমগীর রেজা চৌধুরী, রেজাউদ্দিন স্টালিন, শাহীন রেজা, প্রাকৃতজ শামিম রুমি টিটন, ড. শাহাদাৎ হোসেন নিপু, ফারজানা করিম, মেহবুবা হক রুমা, আহমেদ চঞ্চল, আছমা খানম, কুমু আখলাক এবং জিয়াউল হক।

সাহিত্য দিগন্ত লেখক পুরস্কারপ্রাপ্তরা হলেন- জ্যোতির্ময় সেন, সৌমিত বসু (কলকাতা), মনোয়ারা মণি, যাকির সাইদ, শওকত জাহিদ, শামীমা নাসরিন, মোহাম্মাদ হোসেন শান্তি, চঞ্চল শাহরিয়ার, সামিরা আব্বাসী, অ্যাডভোকেট শিমুল পারভিন, বদরুল হাসান খান ঝন্টু, শাবানা ইসলাম বন্যা, আলেয়া আরমিন আলো, নুরুন নাহার লিলিয়ান, লিনা রহমান, সোনিয়া কবির, আইভী মামুন, ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, ফারজানা রহমান এ্যানি, সৈয়দা রতনা, ড. আবদুল আলীম তালুকদার, ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম, তৌফিকা আজাদ, রুজহানা সিফাত, হাবিবা লাবনী, আতিয়ার রহমান, মো. আব্দুল হামিদ সরকার, মো. মতিয়ার রহমান, আব্দুর রাজজাক বকুল, যেরীন মুক্তি, নাদিরা ইসলাম নাইস, কুসুম তাহেরা, কাঞ্চন মল্লিক সংগ্রাম, রুদ্র আমিন, মাজেদুল হক, শাহানী রাজীব এবং মো. আজিজুল হক।

উপস্থিত কবি ও অতিথিদের উপহার হিসেবে দেওয়া হয় ক্রেস্ট, উত্তরীয়, সম্মাননা সনদ, শুভেচ্ছাপত্র, ব্যাগ, আইডি কার্ড, ব্যাজ, পত্রিকা, বই, মাস্ক, ফুল, ক্যান্ডি এবং স্ন্যাকস।

এসইউ/জেআইএম

আরও পড়ুন