ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

এসবিএসপি-কাব্যশীলন গ্রন্থ আলোচনা আহ্বান

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১১ মে ২০২২

বইয়ের সেরা আলোচকদের সঙ্গে লেখক আড্ডা ও চা-চক্রের সুযোগ করে দিচ্ছে ওয়েবম্যাগ কাব্যশীলন ও সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি)। এ উপলক্ষে তারা দ্বিতীয়বারের মতো অভিনব গ্রন্থ আলোচনার আয়োজন করেছে।

আলোচনার জন্য নির্বাচিত বই হলো: ইকবাল খন্দকারের ‘বতক’ (অনন্যা), ইমরুল ইউসুফের শিশুতোষ গল্পগ্রন্থ ‘সাতরঙা আইসক্রিম’ (সাতভাই চম্পা), কানিজ পারিজাতের কাব্যগ্রন্থ ‘শেষ চুমুকের আগে’ (মূর্ধণ্য), মো. রেজাউল করিমের উপন্যাস ‘অনাবাসী’ (গতিধারা) এবং রনি রেজার গল্পগ্রন্থ ‘মস্তিষ্কের তৃতীয় মুদ্রণ’ (বেহুলাবাংলা)।

সোনার বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও ওয়েবম্যাগ কাব্যশীলনের প্রকাশক কবি ফখরুল হাসান বলেন, ‘একজন পাঠক একাধিক বইয়ের আলোচনাও করতে পারবেন। এতে বিচারক হিসেবে থাকবেন ফারুক মাহমুদ, ফারুক নওয়াজ ও জাকির তালুকদার।’

তিনি বলেন, ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ ও কাব্যশীলনের সঙ্গে জড়িত কেউ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। বইগুলোর রচনাশৈলী ও যোগ্যতার ওপর ভিত্তি করে পর্যালোচনা করতে হবে। নিজে পাঠের যে আনন্দ পাবেন, সে অনুভূতি অন্যের সঙ্গে ভাগ করবেন।’

নির্ধারিত বইয়ের গ্রন্থ আলোচনা [email protected] ঠিকানায় পাঠাতে হবে। আগামী ২৮ মে পর্যন্ত লেখা পাঠাতে পারবেন।

এসইউ/এএসএম

আরও পড়ুন