অগ্নিবর্ণ সূর্যাস্তের নিচে এবং অন্যান্য
অগ্নিবর্ণ সূর্যাস্তের নিচে
বনের উপর আকাশরেখা
তার উপরে স্তরে স্তরে
বেগুনি আকাশনীল গোলাপি
অগ্নিবর্ণ ক্ষয়িষ্ণু-সূর্য
নিস্তব্ধতার মধ্যে আনন্দ অনুভূতি জাগিয়ে তোলে
দিনের ক্ষয়িষ্ণু স্মৃতিরা বিলীন হতে থাকে।
বহু রং আর এমন আকাশ
অগ্নিবর্ণ সূর্যাস্তের নিচে
খোলা-রোমাঞ্চ, আবেশ
এবং নস্টালজিয়া
বিবর্ণ স্মৃতিরাও জেগে ওঠে।
২.
পাহাড়ের কোলে সূর্যাস্ত
সূর্যাস্ত, আমাকে নিয়ে যেও না।
আমাকে নিয়ে যাও
যখন থাকে মাইলের পর মাইল স্ফূলিঙ্গ
যেখানে দিগন্ত ধারণ করে সোনার ঝলকানি
যেখানে বড় জলরাশি প্রসারিত হয়
কখনো সূর্য অস্ত যাবে না
আমি এমন একটি পাহাড় ও সাগরের কোলে
পথ হাঁটব, হাসব।
পাহাড়ের নিচের সেই মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখুন
আমার সুরেলা হৃদয় এ দৃশ্যের কাছে আত্মসমর্পণ করতে চায়।
৩.
একখণ্ড স্বর্গ
আমরা সমুদ্রের ধারে নেমে গেলাম
আমরা সূর্যাস্তের কোম্পানিতে যোগ দিলাম।
যখন বহু রঙের ছায়া আকাশকে আলোকিত করে
যখন সমুদ্রের জলতলে ছবি আঁকে সূর্য
তখন দুটি হৃদয়ের ঘন আর ভারী নিশ্বাস
তখন উৎসুক বাতাসে ফিসফিস করে ‘ভালোবাসি’।
যখন উজ্জ্বল সাজ আকাশপারে
যখন বর্ণিল আলো সাগরতলে
আর চাঁদ ডাকে আয় আয়
তখন পৃথিবীর বুকে ঝরে একখণ্ড স্বর্গ।
এসইউ/এএসএম