ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

অন্নদামোহন রায় চৌধুরী সম্মাননা পাচ্ছেন ২ জন

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১

রংপুরের প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ‘অন্নদামোহন রায় চৌধুরী সম্মাননা ২০২১’ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের প্রতিষ্ঠা পরিচালক মীর রবি ও সভাপতি তাপস কুমার সাহা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করা হয়।

এ বছর আলোকচিত্র শিল্পে বিশেষ অবদান রাখার জন্য আলোকচিত্রী পাভেল রহমান, রংপুর অঞ্চলের শিক্ষা-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

আয়োজকরা জানান, প্রজাহিতৈষী ও শিক্ষানুরাগী জমিদার অন্নদামোহন রায় চৌধুরী বাহাদুরের স্মৃতির উদ্দেশে এ সম্মাননা প্রবর্তন করা হয়। প্রতিবছর শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিসহ বিভিন্ন অঙ্গনে অগ্রণী ভূমিকা রাখার জন্য দেশের বিশিষ্টজনদের এ সম্মাননা দেওয়া হবে।

আগামী ২৫ ডিসেম্বর পীরগাছার অন্নদানগরে প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র ২০২০ সালের ১ আগস্ট প্রতিষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে মুক্তবুদ্ধির চর্চা ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখাই এর মূল উদ্দেশ্য।

এসইউ/এমএস

আরও পড়ুন