ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বিজয় দিবসে প্রকাশ হলো ‘সুবর্ণ কথা’

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘সুবর্ণ কথা’। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আশিকুর রহমানের সম্পাদনায় ১৬ ডিসেম্বর সংকলনটি প্রকাশিত হয়।

এতে ১৬ জন লেখকের লেখা স্থান পেয়েছে। লেখকরা হলেন- কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক ড. সৌমিত্র শেখর, অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ।

এ ছাড়া কবি মিনার মনসুর, ড. রাশেদ সুখন, ড. মো. হুমায়ুন কবির, শেখ মো. জালাল উদ্দীন, এলিজা বিনতে এলাহী, সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম, হারুনুর রশিদ ও মো. আশিকুর রহমানের লেখা স্থান পেয়েছে।

সংকলনের প্রচ্ছদ করেছেন প্রভাষক মো. রাশেদুর রহমান। প্রকাশনা সংস্থা ‘নৃ-কথা’র উদ্যোগে প্রকাশিত সংকলনটি পাওয়া যাবে অনলাইন বুকশপ রকমারি ডটকমে।

সুবর্ণ কথার সম্পাদক মো. আশিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এ প্রকাশনার আয়োজন করা হয়। সংকলনটি প্রকাশ করতে পেরে আমরা বিশেষভাবে আনন্দিত।’

এসইউ/এএসএম

আরও পড়ুন