ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

রূপি কউরের ১০০ কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:১৪ পিএম, ২১ নভেম্বর ২০২১

সাইফুল্লাহ মাহমুদ দুলাল

ড. আবুল হাসনাৎ মিল্টন অস্ট্রেলিয়া থেকে ফোন করে বললেন, ‘দুলাল ভাই, কানাডার কবি রূপি কউরকে চেনেন?’ আমি বললাম, ‘না।’ মিল্টন পরে জানালেন, তিনি রূপি এবং তার কবিতার প্রেমে পড়েছেন। এমনকি ইংরেজি থেকে বাংলায় তা অনুবাদ শুরু করেছে!

পরে খোঁজ-খবর নিয়ে গুগলের কাছ থেকে জানি, রূপি কউর ভারতের পাঞ্জাবের মেয়ে। জন্ম ৪ অক্টোবর ১৯৯২। চার বছর বয়সে পিতা-মাতার সঙ্গে কানাডায় অভিবাসী হন। কবিতা লেখেন। যদিও অনেকই তা কবিতা বলতে রাজী নন। যারা তার কবিতাকে স্বীকৃতি দিয়ে রাজি নয়; তারা মনে করেন, ওগুলো ফেসবুকের চমৎকার ছোট ছোট স্ট্যাটাস।

তারপরও তিনি বিপুল জনপ্রিয়। হয়তো এ জনপ্রিয়তার পেছনে তার অন্যান্য কাজের বিষয়ও যুক্ত হয়েছে। তিনি কবিতার পাশাপাশি একজন মডেল, পারফর্মার, ইলাস্ট্রেটর এবং ফটোগ্রাফার। মডেল হিসেবে তার কিছু খোলামেলা এবং অন্যরকম ছবিও তরুণ সম্প্রদায়ের মধ্যে ক্রেজ সৃষ্টি করেছে।

তার প্রকাশিত কবিতার বই অনেক দিন ধরে কানাডায় বেস্ট সেলার। বইগুলো হচ্ছে- ‘Milk and Honey’, ‘Home Body’ এবং ‘The Sun and Her Flower’। সম্প্রতি তিনি একটি অডিও বুক বের করেছেন।

আবুল হাসনাৎ মিল্টন ডাক্তার, ডক্টর, শিক্ষক, রাজনীতিবিদ এবং অনুবাদক। ইতোমধ্যে রূপির ১০০ ছোট ছোট কবিতা অনুবাদ করেছেন মিল্টন। তার আগে বঙ্গবন্ধুর ২৫টি নির্বাচিত ভাষণ অনুবাদ করেছেন। বালবোয়া প্রেস অব অস্ট্রেলিয়া বের করছে বইটি—বঙ্গবন্ধুর ভাষণ ‘Father of the Nation: Selected Speeches of Bangabandhu Sheikh Mujibur Rahman’.

jagonews24

এবার অন্বেষা থেকে বের হতে যাচ্ছে ‘রূপি কউরের ১০০ কবিতা’। সেখান থেকে কয়েকটি কবিতা উপস্থাপন করা হলো—

তোমার কণ্ঠে
ঝরে পড়ে আমার
শরীরী আবরণ।

২.
একজন মানুষ তোমাকে
সবকিছু দিয়ে পূর্ণ করে দেবে
এটা অসম্ভব।

তোমার নিজেকেই পূর্ণ করতে হবে।

একজন সঙ্গী কখনোই
তোমার জীবনের সবকিছু হতে পারে না।

৩.
তোমার জীবনের ঘাটতিগুলো পূরণ করার জন্য
তুমি অন্য মানুষের উপর নির্ভর করার
অভ্যাস গড়ে তুলেছো।

কে তোমার ভেতরে এই বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে?

একজন মানুষ কখনো তোমাকে সম্পূর্ণ করতে পারে না
বড়জোর সে খানিকটা পরিপূরক হতে পারে।

৪.
যে তোমাকে ভেঙেচুরে চুরমার করেছে
তার পায়ের কাছে
পরিত্রাণ চেয়ো না।

৫.
বিনয়ী হওয়া মানে
আরও বেশি শক্তিশালী হওয়া।

৬.
তোমার কথা ভাবলেই
আমার উরুযুগল প্রসারিত হয়
যেন ইজেলে একটি ক্যানভাস
ছবি আঁকা হবে বলে উন্মুখ হয়ে আছে।

৭.
তুমি হয়তো আমার প্রথম প্রেম নয়
তবে তুমি হলে সেই ভালোবাসা
যার জন্য অন্যান্য প্রেমগুলো সব
অপ্রাসঙ্গিক হয়ে গেছে।

এসইউ/এমএস

আরও পড়ুন