ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

একাকিত্বের নালিশ

এ কে সরকার শাওন | প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৩ জুন ২০২১

ফাঁকা বাড়ি জগলু আনাড়ি
ঝিম মেরে ভাবছে এক কোণে!
একাকিত্বের স্বাদ নয় তো বিস্বাদ,
সৃষ্টিকর্তাকে ডাকে মনে মনে!

বাড়ির ঠাট আসবাব-খাট
অবহেলায় নিরব নিস্তব্ধ!
উপরে ঘোরে পাখাটা জোরে
আজ যেন বীর অনিরুদ্ধ!

সব অনুভব দিয়েছে আঁড়ি
চারপাশ সুনসান নিরব!
ফুল-গুল্ম, লতা-পাতা তথৈবচ
পাখি-মৌমাছিরা সরব!

ডাক-হাক কিছু নেই
নেই বাবা-মায়ের বাড়াবাড়ি!
ইচ্ছেমত যাচ্ছে-তাই করা
নাই বিধি-নিষেধের কড়াকড়ি!

অদ্ভুত রহস্যময় সন্ধ্যায়
ক্রমান্বয়ে আঁধারে ডুবছে পৃথিবী;
আলো-ছায়ার লুকোচুরি খেলায়
অষ্টমীর চাঁদের হাসি মায়াবী!

নারকেল পাতা পেয়ারার ডাল
কালোজাম গাছের পত্রদল;
জিরাফের মত মাধবীলতা
চারপাশের সব নিশ্চুপ-নিশ্চল!

মনে হচ্ছে বায়ুহীন কোন গ্রহে
কোমল সবুজ ঘাসের গালিচায়;
মশার কামড়ে জগলু টের পায়
সে তো একাকী নয় বসুন্ধরায়!

রাতে খাটে গড়াগড়ি হাত-পা ছুড়ি
ভাঁজে ভাঁজে গুঁজে বালিশ!
হয় না যুতসই চোখে ঘুম কই
নিজেকে নিজে জানায় নালিশ!

এসইউ/এমএস

আরও পড়ুন