স্বাধীনতা দিবসের দুটি ছড়া
আলাউদ্দিন হোসেন
রক্তমাখা স্বাধীনতা
রক্তমাখা সবুজ নিশান
স্বাধীনতার ঘ্রাণ,
যুদ্ধক্ষেত্রে বিলিয়ে দেওয়া
বাঙালিদের প্রাণ।
ত্রিশ লক্ষ লাশের ঘ্রাণ
একটি নিশানজুড়ে,
স্বাধীনভাবে মুক্তাকাশে
পতপতিয়ে ওড়ে।
বাংলাজুড়ে সবুজ মাঝে
তাজা রক্তের দাগ,
রক্তমাখা সবুজ নিশান
স্বাধীনতার আঁক।
****
রক্তের দাগ
স্বাধীন দেশের বিজয় নিশান
তাজা রক্তের দাগ,
যুদ্ধক্ষেত্রে বিলিয়ে দেওয়া
যোদ্ধার আত্মত্যাগ।
তাজা রক্তে গড়া নিশান
বাংলার ইতিহাস,
বাঙালি জাতি মনেপ্রাণে
করছে নিশান চাষ।
সবুজ মাঝে লেগে থাকা
তরতাজা লাল রক্ত,
স্বাধীনভাবে মুক্তাকাশে
ওড়াচ্ছে সব ভক্ত।
ছড়াকার: শিক্ষার্থী (এমবিএ), সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।
এসইউ/এমএস