ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ক্রিস্টিনা রোসেটির বিখ্যাত কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১১ মার্চ ২০২১

মনে রেখো

অনুবাদ: উম্মে হালিমা আক্তার ঐশী

মনে পড়বে আমাকে যখন আমি দূরে কোথাও চলে যাব,
যখন দূরের কোনো নির্বাক রাজ্যে চলে যাব;
যখন তুমি আর আমাকে তোমার হাতে আকড়ে ধরতে পারবে না,
অথবা মাঝপথ থেকে ফিরেও আসব না।
দিনের পর দিন আর কিছু মনে রাখবে না
এমনকি তোমার করা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা বলেছিলে তা-ও:
শুধু আমাকে মনে রেখো বুঝতে পেরেছো
তখন পরামর্শ বা প্রার্থনার সময় থাকবে না।
যদিও তুমি আমাকে কিছুক্ষণের জন্য ভুলে যাও
এবং পরক্ষণে মনে পড়লে দুঃখ করো না:
যদি অন্ধকার এবং দূষণ চলে যায়
যে চিন্তা-ভাবনাগুলো আমার ছিল,
যদি তুমি সেটা ভুলে গিয়ে হাসো
শেষে তুমি সেটা মনে করে দুঃখ পাবে।

কবি পরিচিতি: ১৮৩০ সালের ৫ ডিসেম্বর ক্রিস্টিনা রোসেটি লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি গীতসংহিতা এবং মরমী ধর্মীয় গানের জন্য সর্বাধিক পরিচিত। তার কবিতা প্রতীকিবাদ এবং তীব্র অনুভূতির দ্বারা চিহ্নিত।

রোসেটির সর্বাধিক পরিচিত ‘গব্লিন মার্কেট এবং অন্যান্য কবিতা’ ১৮৬২ সালে প্রকাশিত হয়। তিনি ১৯ বছর বয়সে ‘রিমেম্বার’ সনেটটি লেখেন। তাকে উনিশ শতকের ভিক্টোরিয়ান যুগের অন্যতম প্রধান কবি হিসেবে গণ্য করা হয়।

এ সনেটে কবি প্রেম, মৃত্যু এবং কারও মৃত্যুর প্রতিক্রিয়ার বিষয় সম্পর্কে পরিচয় করিয়ে দেন। তিনি সনেটটি লিখেছেন প্রেমিকের কাছে।

এসইউ/এএসএম

আরও পড়ুন