ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আলাউদ্দিন হোসেনের ভাষার ছড়া

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:২৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

মধুর ভাষা

বাংলা ভাষা মধুর ভাষা
আত্মত্যাগের দান,
আন্দোলনে রক্তনদী
বিলিয়ে দেওয়া প্রাণ।

রাজপথে ভাষার মিছিল
মুখে বাংলা বুলি,
পড়ে থাকা লাশের সারি
খেয়ে বোমা-গুলি।

ভাষার তরে দীর্ঘ লাইন
জীবন দিয়ে লড়াই,
বিশ্বজুড়ে বাংলা ভাষা
বাঙালিদের বড়াই।

****

রক্তেমাখা বর্ণ

রাজপথে মিছিল করে
মরেছে ভাষার জন্য,
রক্তে দিয়ে জীবন দিয়ে
এনেছে সোনা-বর্ণ।

রক্তেমাখা সোনা-বর্ণ
একুশে ফেব্রুয়ারি,
ভাষাযুদ্ধে শহীদ হওয়া
মিনার তাদের সারি।

রক্তেমাখা সোনা-বর্ণ
করেছে যারা দান,
জনম জনম মনে-প্রাণে
গাইব তাদের গান।

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।

এসইউ/এএসএম

আরও পড়ুন