ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

অজয় মৈত্র অপুর কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০২:০১ পিএম, ০৯ জানুয়ারি ২০২১

আমি তোমার পাপ

কী নির্দ্বিধায় বলে দিলে আমি তোমার পাপ,
আমি হারিয়ে যাবার পথেও তোমাকে খুঁজে বেড়াই
নিজের সব পূণ্যকে তোমায় উৎসর্গ করি
তারপরও আমি পাপ।

সূর্য ওঠার পর কুয়াশা কেটে যায়
তাহলে কি কুয়াশা শীতের পাপ।
আমিও তো তোমাকে আগলে রেখেছি কুয়াশারই মতো,
তারপরও আমি পাপ।

ভোরে শিশির সবুজের গা গড়িয়ে পড়ে পাপ রচনা করে
তাহলে তো আমিও পাপ।

তোমার এলো চুলে স্পর্শ করা বাতাস সবচেয়ে বড় পাপী
তোলপাড় করে দেয় তো তোমাকে।
তাহলে তো আমিও পাপ।

জোৎস্না রাতের চাঁদের আলোয় পাপ বেশি
কারণ ওটা তোমাতেই সিক্ত হয়।
তাহলে তো আমি পাপ।

কী নির্দ্বিধায় বলে দিলে আমি তোমার পাপ।

এসইউ/এমএস

আরও পড়ুন