ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

‘অশ্রুমতি’ প্রেম-বিরহ, ভালোবাসা-ত্যাগ ও শোক-সুখের গল্প

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২০

প্রত্যেক লেখকের ভেতরে আরেকজন লেখক বাস করে। সেই লেখক বাইরের লেখকের সাথে কথা বলে। বলে চারপাশের গল্প। সেসব গল্প শুনে শুনে বাইরের লেখকের মস্তিষ্কে এক সূক্ষ্ম যন্ত্রণার সৃষ্টি হয়। লেখক তখন বুঝে যায়, তাঁকে দিয়ে প্রেম-বিরহ, ভালোবাসা -ত্যাগ, সুখ-শোক, প্রতারণা কিংবা প্রতারিত হওয়ার গল্পগুলো বলতে চাইছে। সেসব গল্পের ফসল একটি বই। একটি উপন্যাস। একটি 'অশ্রুমতি'। একটি প্রেম-বিরহ, ভালোবাসা-ত্যাগ ও শোক-সুখের গল্প।

সৌরভী আলম আখির লেখা প্রথম উপন্যাস এটি। বইটি সম্পর্কে লেখিকা বলেন-‘ মাঝে মাঝেই মনে হয়,আমার ভেতরেই আরও হাজারটা মানুষের বাস। এদের কেউ ক্রুর, কেউ খুনি, কেউ প্রেমিক, কেউবা সৈনিক। এদের প্রত্যেককে নিয়ে একেকটা উপন্যাস লেখা যায় অবলীলায়। কিন্তু এই যে আমার মধ্যে এতগুলো ব্যক্তিত্বের বাস, এদের কয়জনই বা নিজের গল্প নিজে লিখে? নাহ, কেউ লিখে না। এরা সবাই আমাকে, এই ব্যক্তি আখিকে তাড়া করে বেড়ায় এদের গল্পগুলো লেখার জন্য। এদের কাছে সকাল কিংবা দুপুর নেই,যখনই কোনো গল্প বলার থাকে,গল্প বলতে ইচ্ছে হয়,তখনই আমার মস্তিষ্কে এক সূক্ষ্ম যন্ত্রণার সৃষ্টি করে। আমি বুঝে যাই, এরা আমাকে তাদের গল্পগুলো বলতে চাইছে। প্রেম-বিরহ, ভালোবাসা-ত্যাগ, সুখ-শোক, প্রতারণা কিংবা প্রতারিত হওয়ার গল্পগুলো বলতে চাইছে। বলতে চাইছে বিজয়ী হওয়ার যে উচ্ছ্বাস কিংবা পরাজিত হওয়ার যে গ্লানি তার গল্প। সেই গল্প থেকেই এই উপন্যাস। অশ্রুমতি। আশা করি পাঠকদের ভালো লাগবে। নিয়ে যাবে গল্পের গভীরে।’

১৫৪ পৃষ্ঠার উপন্যাস। একদমে পড়ে ফেলার একটি বই 'অশ্রুমতি '। এবারের একুশে বইমেলায় আসছে বইটি।

অশ্রুমতি || সৌরভী আলম আখি
ধরন: উপন্যাস
প্রচ্ছদ: লুৎফি রুনা
প্রকাশনী: অন্বয় প্রকাশ
প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২১
মূল্য : ৩০০ টাকা।

এইচআর/জেআইএম