ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আলাউদ্দিন হোসেনের বিজয়ের ছড়া

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৪ ডিসেম্বর ২০২০

জয়ের হাসি

দীর্ঘ ন’মাস যুদ্ধ করে
ফুটল মুখে হাসি
রক্তক্ষয়ের বিনিময়ে
বাজল জয়ের বাঁশি।

শিশু-কিশোর বৃদ্ধ শ্রমিক
হাসল কোটি কৃষাণ
বিজয়মাখা হাসির সুরে
বাজল জয়ের নিশান।

রক্তমাখা বিজয় নিশান
সবার মুখে হাসি
মুক্ত স্বাধীন রক্তে রঙিন
বড্ড ভালোবাসি।

**

লাল-সবুজ

সবুজ মাঝে লাল সূর্য
কোটি মুখে হাসি
রক্তমাখা বিজয় নিশান
অবাক বিশ্ববাসী।

বাংলাজুড়ে হৈ-হুল্লোড়
লাল-সবুজে জয়
বীর বাঙালি চির অমর
চির অকুতোভয়।

রক্ত দিয়ে জীবন দিয়ে
সবুজ মাঝে লাল
মুক্তাকাশে স্বাধীনচেতা
কোটি বাঙালির পাল।

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।

এসইউ/এমএস

আরও পড়ুন