ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন ৬ জন

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৬ নভেম্বর ২০২০

ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২০ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে। সংগঠনটি এবছর ৬টি শাখায় এ পুরস্কার দিচ্ছে। ১৬ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় শামীম রেজা, কথাসাহিত্যে আকমল হোসেন নিপু, প্রবন্ধে মোহাম্মদ নূরুল হক, গবেষণায় শামীম রফিক, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘লিরিক’ সম্পাদক এজাজ ইউসুফী এবং সাংবাদিকতায় জে এম রউফ।

বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার দিয়ে আসছে।

আগামী ২৭ ও ২৮ নভেম্বর সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১২তম কবি সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হবে।

কবি সম্মেলনের উদ্বোধন করবেন সরকারের অতিরিক্ত সচিব, সমবায় অধিদফতরের মহাপরিচালক কবি আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি কথাসাহিত্যিক শিরীণ আখতার।

এসইউ/পিআর

আরও পড়ুন