ফাত্তাহ তানভীর রানার দুটি কবিতা
বৃষ্টি ও ভালোবাসা
আজ আমি বৃষ্টি দেখিনি
আমার মন খারাপ ছিল তাই
আজ আমি ভালোবাসিনি
আমার ভালোবাসার মানুষের মন খারাপ ছিল বলে;
রোজিনা, সখিনা, জোসনারা অনেকবার
বলেছে আমাকে ভালোবাসার কথা
আমার মন উদ্বেল হয়নি একবারও;
শুধু যাকে ভালোবাসি
তাকে প্রাণের স্তরে স্তরে গেঁথে রেখেছি বলে।
****
বৃষ্টিভেজা মানুষ
বৃষ্টিতে খুব ভিজতে ইচ্ছা করছে
বৃষ্টিতে ভিজলে ভিজবে আমার চুল
ভিজবে আমার স্মৃতি;
ভিজবে আমার মন-আমার ভালোবাসা।
আমি ভিজলে তুমিও হবে কাকভেজা;
আমার পাশে তুমি নেই, তবুও আছো।
এসো আমরা বৃষ্টিতে ভিজি একসাথে;
বৃষ্টিয়ে ধুয়ে যাক তোমার অহংকার
আর আমার রাগ;
তারপর...
আমরা অসীম ভালোবাসার সৌধ গড়বো।
এসইউ/এএ/পিআর