ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

না পাওয়ার ইশতেহার

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০

খান মুহাম্মদ রুমেল

তোর চোখের তারায় চোখ রেখে বলতে চেয়েছি কতোদিন।
তুই বুঝতেই চাসনি!
কতোদিন তোর আকাশে মেঘ হতে চেয়েছি।
কতোদিন,
তুই ফিরেই তাকাসনি!

তোর হাতের কোমলতা ছুঁতে চেয়েছি কতোদিন।
তুই হাতই মেলিসনি!
তোর ঠোঁটে হাসি হয়ে ঝুলতে চেয়েছি কতোদিন।
তুই কিছুই বলিসনি!

কতোদিন তোর বুকে মাথা রেখে জোছনা দেখতে চেয়েছি।
কতোদিন,
তুই নীরবই থেকেছিস!

তোর ভালোবাসার বিষে নীল হতে চেয়েছি কতোদিন!
কতোদিন তোকে পাশে নিয়ে শুভ্র হতে চেয়েছি!
কতোদিন।
তুই অনন্ত আলোয় ছিলি বলেই তোকে ছোঁয়া হয়নি।

চলে গেছে বসন্তের দিন।

এসইউ/এএ/পিআর

আরও পড়ুন