ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আকাশ ভরা মেঘ অথবা জল

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০

খান মুহাম্মদ রুমেল

তোর বুকের উথালি বাতাসে
শরতের মেঘ হবো বলে কেটেছে শ্রাবণ কত!
ফিরে গেছে বসন্ত অযুত!
তোর চোখে চেয়ে থেকে কেটে গেছে সুদীর্ঘ সময়।

তবুও দু’চোখজুড়ে আস্থা অনাবিল
তোর বুকের অনন্ত নীলাকাশজুড়ে ভাসাবো শরতের শুভ্র মেঘ
নয়নাভিরাম...
ছুঁয়ে দেবো কাশফুলের শুভ্রতায় হৃদয়ের আঙিনা
কোনো একদিন।
তোর আকাশের মেঘগুলো পেঁজা তুলো।
ছোঁবোই ছোঁবো... একদিন।

এসইউ/এএ/জেআইএম

আরও পড়ুন