ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

কবি নজরুলকে নিবেদিত ছড়া

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৯ আগস্ট ২০২০

আলাউদ্দিন হোসেন

প্রিয় কবি

ছোটবেলার দুখু মিয়া
আমার প্রিয় কবি,
হৃদয় মাঝে যতন করে
গেঁথে রেখেছি ছবি।

প্রিয় কবি প্রিয় ছবি
বাংলাজুড়ে নাম,
কাব্য লিখে দিয়ে গেছেন
বাংলা ভাষার দাম।

চুরুলিয়ার দুখু মিয়া
জাতীয় এক ছবি,
সাহিত্যজুড়ে দুখু মিয়া
আমার প্রিয় কবি।

দুখু মিয়া

চুরুলিয়ার দুখু তুমি
দুই বাংলার কবি,
সাহিত্যে ভাসছে শুধু
তোমার মুখের ছবি।

কালের কাল মহাকাল
অমর রবে তুমি,
বাংলা তোমায় রাখবে মনে
প্রিয় জন্মভূমি।

তোমার জন্ম তোমার কর্ম
জনম জনম ধরে,
সব বাঙালি হৃদয় মাঝে
রাখবে অমর করে।

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।

এসইউ/এএ/এমএস

আরও পড়ুন