হুমায়ুন কবীর খোকনের কবিতা
অন্তরে অন্তরাত্মা নেই
মেঘ নেই বৃষ্টি নেই
তবু আকাশে এত জল
কেমনে সহে এত জলভার
পৃথিবী শুকিয়ে গেছে
কোথাও জল নেই, আগুন জ্বলছে
কুণ্ডলিত গভীরতায় নিমগ্ন
অন্তরে অন্তরাত্মা নেই
মন নেই মনেরবাড়ি
অবিশ্বাসে নিশ্বাস
ধর্ম চলে গেছে গোরস্থানে-শ্মশানে
আলো দাও আলো দাও
উঠিয়ে নাও অন্ধকারকাল
ফিরিয়ে দাও ফিরিয়ে দাও
সোনালি সকাল।।
হুমায়ুন গালিব
০৬ এপ্রিল ২০২০
এসইউ/জেআইএম