কবিতায় বৈশাখ ও করোনা
বৈশাখ মানে
আলাউদ্দিন হোসেন
বৈশাখ মানে ঘরে ঘরে
পান্তা-ইলিশ খাওয়া,
বৈশাখ মানে প্রাণ খুলে
বৈশাখী গান গাওয়া।
বৈশাখ মানে গাছে গাছে
কৃষ্ণচূড়ার রং,
বৈশাখ মানে রঙিন পোশাক
নানা রঙের ঢং।
বৈশাখ মানে নবদিগন্ত
পুরাতনে ভাটা,
বৈশাখ মানে রঙে-ঢঙে
নতুন পথে হাঁটা।
****
জ্বলছে বৈশাখ
ফাত্তাহ তানভীর রানা
আগুন লেগেছে ফাগুনের বনে
জ্বলছে শিখা অনির্বাণ;
জ্বলছে শিমুল, জ্বলছে পলাশ
জ্বলছে বৈশাখ মাস!
পুড়ছে প্রকৃতি, পুড়ছে মন
অনুভূতি হচ্ছে হরণ, হচ্ছে লুণ্ঠন
আসছে বৈশাখী বাতাস করে হনহন।
মনে বড়ই শঙ্কা!
বেজে উঠেছে করোনার ডঙ্কা।
এ লড়াইয়ে বিজয় সুনিশ্চয়
প্রাণে-মনে রেখ না সংশয়।
****
অপেক্ষায় নিশ্চুপ দাঁড়িয়ে
আবু আফজাল সালেহ
ঈশান কোণে কালো কালো মেঘ
তপ্ত দুনিয়ায় এখনই আসবে কাল বোশেখি ঝড়
সব কিছু ওলটপালট করে দেবে
- তারপর, অন্ধকার রাতের পর ভোর শেষে
ঝলমলে রোদ্দুর মেখে
সামনে দাঁড়াবে তুমি-
স্বপ্নের সিঁড়ি হয়ে
সে অপেক্ষায়,
সে অপেক্ষায় নিশ্চুপ দাঁড়িয়ে
এসইউ/এমএস