করোনাদিনের কবিতাবলি
আবু আফজাল সালেহ
দৃষ্টির স্বরূপ বোঝে নারী
বিছানা জানে কোনটা ভালোবাসা
আর কোনটা মোহ-
সেটা আলিশানের কিংবা মর্মর পাতারই হোক।
তেমনই একজন নারী বোঝেন
বিভিন্ন দৃষ্টির স্বরূপ,
কোনটা লকলকে, কোনটা প্রশান্তির
ছায়াটা বাবলা গাছের না বটের।
পৃথীবিতে আর নেই এমন অব্যর্থ যন্ত্রক।
****
লড়াই করে জিততে হবে
এখন লড়াই করোনাভাইরাসের সঙ্গে
ঘরের শত্রুর সঙ্গেও,
লড়াই এখন উন্মাদনার সঙ্গে
কুসংস্কারের সঙ্গেও,
লড়াই এখন বাইরে
ঘরেও
জয়ী হতে হবে এ লড়াইয়ে
একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়েই
****
তোমার অপেক্ষায় মানবজাতি
একটা ওষুধের অপেক্ষায় গোটা মানবজাতি,
কখন আসবে সে।
এসে বলবে, ‘দাঁড়াও,
আমি আছি তোমার পাশে-
অতন্ত্র প্রহরী হয়ে।’
আসি আসি করে
এখনও এলে না তুমি!
ইতোমধ্যে এপাড়া-ওপাড়া চমক দেখাতে চাইল!
রোম প্যারিস মাদ্রিদ নিউইয়র্ক তেহরান ঢাকা—
ক্রমেই শক্তিহীন হয়ে পড়ছে!
অর্জুন হয়ে এসো তুমি,
ঘোষণা দাও, ‘এসে গেছি আমি’।
****
মৃত্যুর দরজা থেকে
স্বেচ্ছাবন্দি, মানবকল্যাণেই;
অবশ্য নিজের ও পরিবারের কল্যাণও আছে।
গা হিম হিম করে ডিসেম্বরের শৈত্যপ্রবাহের মতো,
ভয়ার্তও—কখন দেবদূত গ্রাস করে!
চোখমুখ বড়-বড়, গোল-লাল,
নিঃশ্বাস ও প্রশ্বাসের গলাগলি নেই।
মৃত্যু ও স্বেচ্ছাবন্দি জীবনে ফারাক কই?
এসইউ/পিআর