ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

স্বাধীনতা মানে

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৭:০০ এএম, ২৬ মার্চ ২০২০

সিবগাতুর রহমান

স্বাধীনতা মানে শিশুর মুখে
থোকা থোকা ‘মা’ ডাকা,
স্বাধীনতা মানে চিন্তিত মা’র
বিনিদ্র রাত জাগা।

স্বাধীনতা মানে বৈশাখি মেলা
কৃষ্ণচূড়ার হাসি,
স্বাধীনতা মানে একসাথে চলা
বহুজাত ভাষাভাষি।

স্বাধীনতা মানে আষাঢ় মাসের
অঝোর ধারার ঢল,
স্বাধীনতা মানে প্রতীক্ষমান
প্রেমিকার চোখে জল।

স্বাধীনতা মানে লাঞ্ছিতা বোনের
কান্নার মৃদুস্বর,
স্বাধীনতা মানে রবি, নজরুল
আর শেখ মুজিবর।

স্বাধীনতা মানে বজ্রমুষ্ঠি
স্লোগানে স্লোগানে উত্তাল,
স্বাধীনতা মানে জয় বাংলা
লাখো আলোকিত মশাল।

স্বাধীনতা মানে ফুলের হাসি
মাঝির কণ্ঠে গান,
স্বাধীনতা মানে লাল-সবুজ এক
পতাকার সম্মান।

এসইউ/জেআইএম

আরও পড়ুন