ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

দেখাও তোমার শান

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৪ মার্চ ২০২০

সিবগাতুর রহমান

তুমি যদি হও আমাদের উপর
একটু খানি রুষ্ট,
এমন নিদানে কে তাড়াবে প্রভু
আমাদের মনোকষ্ট।

আমরা অবুঝ নাদান ও পাপি
তুমি ক্ষমাশীল অতি,
তুমি ছাড়া এ জগতের মাঝে
আমাদের নাই গতি।

তোমার করুণা চাইছি আমরা
হে রহিম রহমান,
তুমি রহমান করুণার আধার
দেখাও তোমার শান।

আমরা তো প্রভু ঈমান এনেছি
তোমার বার্তা শুনে,
কসুর মোদের ক্ষমা কর ওগো
তোমার নামের গুণে।

তোমার দুয়ারে ভিখারির মতো
দাঁড়িয়েছি হতাশায়,
বাঁচাও বাঁচাও হে প্রভু দয়াময়
আমরা তো অসহায়।

এসইউ/পিআর

আরও পড়ুন