চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর স্মরণে আলোচনা সভা
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রোববার বিকেল ৫টায় টরন্টোর ডেনফোর্থ এভিনিউয়ের বাংলাদেশ সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভার আয়োজন করেছে সৈয়দ জাহাঙ্গীর ফাউন্ডেশন কানাডা চ্যাপ্টার। বরেণ্য এ শিল্পীকে শ্রদ্ধা জানাতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন শিল্পীর কন্যা শারমিন আকবর শামা ও তারিন আকবর তানা।
কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করবেন ইকবাল হাসান, আলী আদিল খান, তাজউদ্দিন আহমেদ, শহিদুল ইসলাম মিন্টু, সুমন রহমান ও সৈয়দ ইকবাল। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নাদিম ইকবাল।
অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন শহিদ খন্দকার টুকু। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি নির্মিত ও ফজলে রাব্বী পরিচালিত সৈয়দ জাহাঙ্গীরের জীবন ভিত্তিক শর্ট ফিল্ম প্রদর্শিত হবে।
এসইউ/পিআর