নীরব কথোপকথন
তার চোখের নীরব ভাষা
আমি পড়তে পারি বেশ,
এক পলকের চাহনির
রেশ হয় না কভু শেষ!
কথা না বলা মানে
সবচেয়ে বেশি বলা,
নীরব কথোপকথন চলে
সারাদিন সারাবেলা!
তার মনের খুশির প্রভা
চোখে উদ্ভাসিত হয়।
আঁধারের বুক চিড়ে
সূর্যালোকের জ্যোতি ছড়ায়।
দিগন্তবিস্তৃত সবুজ শ্যামল ধরায়।
আমার মনেও ঢেউ খেলে যায়,
আনন্দের বন্যায়।
তার মনের দুঃখের মেলায়
পৃথিবীটা কাল মেঘে ঢেকে
আঁধারে হারায়।
আমার মনেও ঝড় বয়
অস্ফুট কান্নায়!
সেই দু’টি ডাগর চোখে
যখন অশ্রুসাগর ধরে,
পৃথিবীতে আঁধার নামে,
নীলাকাশের মেঘমালা তখন
অশ্রু হয়ে ঝরে।
তার হাসিতে বিশ্ব হাসে
সুর-তরঙ্গ ছড়ায়,
বিশ্ব ছাড়ি ঊর্ধ্বলোকে
চন্দ্র তারায় তারায়।
এসইউ/পিআর