ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় মুশায়েরা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৬ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় মুশায়েরা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে চলে এ মুশায়েরা। বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. জাফর আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে মুশায়েরায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। অন্যদের মধ্যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, উর্দু বিভাগের চেয়ারম্যান ড. রশিদ আহমদ, অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম, অধ্যাপক ড. গোলাম রাব্বানী, অধ্যাপক ড. মো. ইস্রাফীল, গোলাম মাওলা, হুসাইনুল বান্না, হাফসা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

আশরাফুল হক বাবু সাগরের উপস্থাপনায় ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা ও সৈয়দপুরের খ্যাতনামা বাংলা ও উর্দুভাষী কবিরা তাদের কবিতা উপস্থাপন করেন।

কবি আসাদ চৌধুরী, হাবীবুল্লাহ সিরাজী, রুহুল আমীন খান, তারেক সুজাত প্রমুখ বাংলা ভাষায় তাদের কবিতা উপস্থাপন করেন। উর্দু কবিদের মধ্যে আহমদ ইলিয়াস, শামীম জামানবী, জালাল আজিমাবাদী, সাবের আলী সাবের, হাসনাইন রাজ, আশরাফ বিহারী, আব্দুল জলিল কাওকাব প্রমুখ উর্দু ভাষায় তাদের শায়েরি উপস্থাপন করেন।

মুশায়েরায় ঢাকার কবিদের মধ্যে আরও ছিলেন অনিকেত শামীম, উপল তালুকদার, মাহমুদ মুকুল, আহমদ রশিদ, আফজাল হোসাইন, হাফসা আক্তার, আরমান শামসী, হাইকেল হাশেমী, সাদিয়া আরমান, মবিন আখতার, মোহাম্মদ এনায়েতুল্লাহ সিদ্দিকী, কামাল আহমদ হামদাম, আলমগীর খোরশেদ, মহিউদ্দীন হামদাম, খাদিজা শুকতারা প্রমুখ।

সৈয়দপুরের কবিদের মধ্যে ছিলেন আইয়ুব রাহী, এম এ সালাম হামিদ, মো. আসলাম পারভেজ বাদল, মো. শাহজাহান আহমার সাজু, মো. আরমান আলী, মাজিদ ইকবাল, নিজামুদ্দীন আশরাফী, মোহাম্মদ মোখতার সায়িদ রিজবী, মো. নূর আলম প্রমুখ। অংশ নিয়েছিলেন খুলনার উর্দু কবি আমিন উদ্দিন আমিন, সরওয়ার হোসেন সারওয়ার।

এমএইচ/এসআর/এমকেএইচ

আরও পড়ুন