ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

শামীম আহমদের কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

রক্তের ম্যারাথন

ঘরের ভেতরে ঘর,
অমল কোমল আত্মা এবং শরীর
সম্পর্কটা নিবিড়;
হাতের কব্জিতে রক্তের ম্যারাথনে
ঘড়ির শব্দের মতো হৃৎপিণ্ডে টিকটিক শব্দ
এ যেন জীবন, নিঃশ্বাস এক প্রতিযোগিতার মাঠ
অনেক সন্ধান করে জেনেছি এটুকুই
পৃথিবীর জঠরে শুয়ে দেখেছি জীবনের বিস্তার।

কিন্তু এর আগের হিসাবটা একটু ভিন্ন,
গণিতশাস্ত্রও মনে হয় এ হিসাবে ভুল করে কখনো কখনো!
যদিও জ্যোতিষশাস্ত্রে খুবই পারদর্শী গণিতবিজ্ঞান,
এক্স ওয়াই ক্রমোজমের প্রতিযোগিতায় দুর্বলচিত্ত সে
ভ্রুণচক্রের পরিসংখ্যান
সরল অঙ্কে মেলে না কিছুতেই;
যখন বাগানের শাক-সব্জি, জলের মাছ,
জবাই করা মৃত পশুর মাংস পাকস্থলিতে প্রাণবন্ত হয়
তারপর শুক্রকণার দৌড় শেষে-
জন্মান্ধ জঠরে শুরু হয় মহাযজ্ঞ নবসৃষ্টির উল্লাসে,
পঞ্চ ইন্দ্রিয়ের গঠন;
ঘরের ভেতরে ঘরের খবর দেয় আত্মার উপস্থিতি
স্রষ্টার মহা গঠনশৈলী তাঁর সৃষ্টির মহাস্তুতি।

এসইউ/জেআইএম

আরও পড়ুন