ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

কাদের পলাশের কবিতা

কাদের পলাশ | প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

সময়

এখানে মন পড়ে থাকে
বছরের পর বছর
দেহ ছুটে চলে সময়ের পীঠে।

কতবার সবুজ বদল করেছে রং
কতবার শুনেছে ঝরাপাতার গোপন কান্না

অবহেলায় আমি হারিয়ে যাই
আবার সন্ধান মেলে বহুদিন পর
এক রৌদ্রঝরা জ্যৈষ্ঠের দুপুরে।

দখিনের জারুল গাছে বয়সের ছাপ
উপরে হাসি, রঙ-উচ্ছ্বাস
ভেতরে পোকা, অন্ধের বসবাস!

এসইউ/জেআইএম

আরও পড়ুন