ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

হাবীবাহ্ নাসরীনের কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮

দুঃখ

হাবীবাহ্ নাসরীন

সব ব্যথা কেন তোমার একারই হবে,
আমারও তো কিছু দুঃখ থাকতে পারে
আমি ছুঁয়ে দিলে বেদনার ফুল ফোটে
দৃষ্টি ফেরালে গ্রহণ লাগতে পারে!

আমার একান্ত গভীর দুঃখবোধে
দীর্ঘশ্বাসের গোপন কানাকানি
আমি তো রয়েছি আলোকবর্ষ দূরে
দিনশেষে তবু অহেতুক অভিমানী।

আমি তো শেখাই বিরহের স্বরলিপি
দুখীদের কাছে কে আর কতটা শেখে
কেউ এসে তবু বোঝে যদি সেই ভাষা
দুইচোখে তাই ভালোবাসা আছি মেখে।

আমার বর্ণ রঙিন হবে না জানি
আমার স্বপ্ন রাত্রির ঘরে বন্দী
আমারও তো তবু ইচ্ছে হতেই পারে
বিচ্ছেদ করি মন খারাপের সন্ধি।

হঠাৎ কখনো তোমার আঙুল ছুঁতে
আমারও তো তবু ইচ্ছে জাগতে পারে
সব ব্যথা কেন তোমার একারই হবে
আমারও তো কিছু দুঃখ থাকতে পারে!

এইচআর/এমকেএইচ

আরও পড়ুন