গাইবান্ধায় চলছে ‘কৈশোর তারুণ্যে বই’য়ের মেলা
গত ৮ সেপ্টেম্বর শনিবার থেকে গাইবান্ধায় শুরু হয়েছে ‘কৈশোর তারুণ্যে বই’ আয়োজিত বইমেলা। ৬ দিনব্যাপী এ বইমেলা আমার বাংলা বিদ্যাপীঠ, গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ে চলবে ৮-১০ সেপ্টেম্বর পর্যন্ত। আহাম্মদ উদ্দীন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ এবং সদর উপজেলা হাই স্কুলে মেলা চলবে ১১-১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
মেলা উপলক্ষে আয়োজিত মুক্তগদ্য প্রতিযোগিতায় ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।
এ প্রসঙ্গে ‘কৈশোর তারুণ্যে বই’এর সভাপতি তুষার আবদুল্লাহ বলেন, গত দুই বছরে রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ফেনী সরকারি বালিকা বিদ্যালয়, চাঁদপুর সরকারি কলেজ, হরগঙ্গা সরকারি কলেজ, ছায়ানট (নালন্দা), মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ইস্টার্ন ইউনিভার্সিটি, বগুড়া পুলিশ লাইনস স্কুল, বগুড়া বিয়াম হাই স্কুল, রাজশাহী পি এন স্কুল, রাজশাহী সরকারি কলেজ, বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, সিলেট অগ্রগামী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সুনামগঞ্জ সরকারি জুবেলি উচ্চ বিদ্যালয়সহ ৪৮টি স্কুলে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। বইয়ের এ আয়োজন সারা বছর ধরেই চলতে থাকবে দেশের বিভিন্ন প্রান্তে।
এইচআর/জেআইএম