ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

দীর্ঘশ্বাসই থাকে

হাবীবাহ্ নাসরীন | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৫ জুলাই ২০১৮

ভল্টে থাকে না স্বর্ণ এবং
চুমুরা থাকে না ঠোঁটে
চুলায় মেলে না গ্যাসের দেখা
ভোটার থাকে না ভোটে!

খনিতে থাকে না কয়লা যদিও
ময়লা রয়েছে মনে
মাছেরা থাকে না নদীতে এবং
গাছেরা থাকে না বনে!

খোকন থাকে না মায়ের কোলেতে
আসামি থাকে না জেলে
ছাত্রের হাতে কলম থাকে না
হাতুড়ির দেখা মেলে!

ডাক্তার থাকে না হাসপাতালে
রাস্তা থাকে না খালি
রডগুলো সব বাঁশ হয়ে যায়
সিমেন্টও হয় বালি!

গরিবের মধু জমা হয় গিয়ে
লোভীদের মৌচাকে
না থাকার ভিরে শুধু বুক চিড়ে
দীর্ঘশ্বাসই থাকে!

এইচআর/এমএস

আরও পড়ুন