বঙ্গবন্ধুকে নিয়ে মাসব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’র আয়োজন করছে শ্রাবণ প্রকাশনী ও বই নিউজ। ০১ - ৩১ আগস্ট পর্যন্ত এই মেলা চলবে।
মেলায় জাতির পিতার লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’সহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা খ্যাতিমান লেখকদের ১০০ বই প্রদর্শিত এবং বিক্রি হবে।
বঙ্গবন্ধুর উপর শ্রাবণ প্রকাশনীর বইও এতে থাকবে। রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনের সামনে এ মেলার গাড়ি অবস্থান করবে।
> আরও পড়ুন- বঙ্গবন্ধুর সাহিত্যকর্ম : ভাষণ থেকে রোজনামচা
মেলার পিকআপ ভ্যানটি ১ আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ আশপাশের জেলা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পর্যায়ক্রমে অবস্থান করবে।
রবীন আহসান জাগো নিউজকে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে, তাঁর জীবনী, তাঁর কর্মকে নতুন প্রজন্মের শিক্ষার্থীসহ সব বয়স ও শ্রেণি পেশার মানুষের মাঝে তুলে ধরার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা থেকে ২৫ ভাগ কমিশনে বই কেনা যাবে। মেলা পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।’
এসইউ/জেআইএম