ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

কলকাতায় ৭ম বাংলাদেশ বইমেলা শুরু আজ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৫ নভেম্বর ২০১৭

কলকাতায় ৭ম বাংলাদেশ বইমেলা শুরু হচ্ছে আজ। ৯ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২৩ নভেম্বর। কলকাতার রবীন্দ্রসদনের কাছে ঐতিহ্যবাহী মোহরকুঞ্জ প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন বই প্রদর্শিত হবে।

স্থানীয় সময় বুধবার বিকেলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সম্মানিত অতিথি থাকবেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কবি কামাল আবদুল নাসের। সভাপতিত্ব করবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান।

মঙ্গলবার বিকেলে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন, বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যৌথভাবে এ বইমেলা আয়োজন করেছে। মেলায় বাংলাদেশের ৪৪টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। গত বছর নিয়েছিল ৫২টি প্রকাশনা সংস্থা।

প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। তবে শনি ও রোববার খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত।

এমএমজেড/আইআই

আরও পড়ুন