ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তি উৎসব পালন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:২৯ এএম, ২৪ অক্টোবর ২০১৭

কেন্দ্রীয় খেলাঘর আসর বাংলা সাহিত্যের তিন প্রধান কবির জন্মজয়ন্তি উৎসব পালন করেছে। সোমবার রাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে এ জন্মজয়ন্তি উৎসব পালন করা হয়।

শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রে মিলনায়তনে ‘রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তি ২০১৭’ শিরোনামে এ উৎসবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সৌমিত্র শেখর বিশেষ অতিথি ছিলেন।

আয়োজক সংগঠনের সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে খেলাঘরের সভাপতিমন্ডলীর সদস্য প্রণয় সাহা ও সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগঠনের শিল্পীগণ একক ও সমবেত সঙ্গীত, একক ও সমবেত আবৃত্তি এবং সমবেত নৃত্য পরিবেশন করেন।

এফএইচএস/আরএস/জেআইএম

আরও পড়ুন