ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বর্ষবরণের দুটি কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৫

বিপুল চন্দ্র রায়

বাংলার বর্ষবরণ উৎসব

পুরাতন বর্ষ জীর্ণ ক্লান্ত রাত্রি,
অন্তিম প্রহর হলো ঘোষিত।
চৈত্র অবসানে বর্ষ হলো শেষ,
এলো রে এলো রে পহেলা বৈশাখ।

পাখির কণ্ঠে প্রভাতের বন্দনা,
পূর্ব দিগন্তে উদিত নতুন দিনের সূর্য।
সকাল সাজে বর্ণে গন্ধে ছন্দে আনন্দে
রমনার বটমূলে বৈশাখী আয়োজন।

দিকে দিকে বাজে শঙ্খধ্বনি,
আনন্দ শোভাযাত্রা জয়ধ্বনি।
এলো রে এলো রে পহেলা বৈশাখ,
আজ যে বাংলার বর্ষবরণ দিন।

****

বর্ষবরণ

দিনের শেষে রাত্রি আসে,
রাত্রি শেষে উষা হাসে।
এসেছে এসেছে পহেলা বৈশাখ
আজ বর্ষবরণের দিন।

নতুন বছর, নতুন আশা
সবার প্রতি সবার ভালোবাসা।
নতুন দিন, নব আনন্দ
আজ বাংলার ঘরে ঘরে।

এসইউ/এমএস

আরও পড়ুন