ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

গোলাপ মাহমুদ সৌরভের ছড়া: বাংলা পেলাম

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১১:৫৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫

যুদ্ধ করে বাংলা পেলাম
রক্ত দিয়ে কত,
ভাষার জন্য শহীদ হলো
নারী-পুরুষ শত।

অশ্রু দিয়ে বাংলা পেলাম
জীবন হলো শেষ,
শহীদ ভাইয়ের রক্তে মাখা
এ আমার দেশ।

বাংলা মায়ের রক্তে ভাসে
তরতাজা প্রাণ,
এই দেশের সোনার ছেলে
রেখে গেছে মান।

এসইউ/এমএস

আরও পড়ুন