ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

মিষ্টি পরোটা তৈরির রেসিপি

প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০৩ এপ্রিল ২০১৬

নোনতা স্বাদের পরোটা তো রোজই খাওয়া হয়, মিষ্টি পরোটা কি খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে আজই একবার চেষ্টা করুন না! বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করা যায় এই মজাদার মিষ্টি পরোটা। থাকলো রেসিপি-

উপকরণ : ময়দা ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা কাপ, ভাজার জন্য তেল বা ঘি, ডিম একটি।
খাস্তা : ঘি, ময়দা দিয়ে মাখিয়ে খাস্তা বানাতে হবে।

প্রণালী : ময়দার সঙ্গে ১ টেবিল চামচ ঘি, লবণ ও ডিম দিয়ে ময়ান দিয়ে মাখিয়ে ১৫-২০ মিনিট রাখতে হবে। এবার রুটি বানিয়ে রুটি চার টুকরা করে কেটে এক টুকরার ওপর খাস্তা মাখিয়ে তার ওপর এক চা চামচ চিনি দিয়ে আরেক টুকরা রুটি দিতে হবে। একইভাবে আর করে সব টুকরা রুটি দেওয়া হয়ে গেলে পিঁড়ির ওপর একটু ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে। এবার এগুলোতে ঘি বা তেল দিয়ে ভেজে নামাতে হবে। মিষ্টি পরোটা হালুয়ার সঙ্গে অথবা শুধু খেতেও মজা।

এইচএন/আরআইপি