ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

রাতে মোজা পরে ঘুমালে শরীরে যা ঘটে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

এখন দিনে গরম লাগলেও রাতের দিকে খানিকটা শীত শীত অনুভূত হচ্ছে। এরই মধ্যে হয়তো অনেকেই এখন রাতে মোজা পরে ঘুমানো শুরু করেছেন।

শীতের রাতে ঠান্ডার হাত থেকে বাঁচতে অনেকেই পায়ে মোজা পরেই শুয়ে পড়েন। বেশ আরামও হয়। তবে এই অভ্যাস কি আদৌ স্বাস্থ্যকর? রাতে মোজা পরে শোয়ার অভ্যাস আরামদায়ক হলেও স্বাস্থ্যকর নয়, এমনটিই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: শীতে সুস্থ থাকতে সকালে না বিকেলে হাঁটবেন? 

সারা রাত মোজা পরে থাকলে যেমন আমাদের ঘুমের উপর প্রভাব পড়তে পারে, তেমনই হৃদস্পন্দনের তারতম্য ঘটতে পারে। এই অভ্যাসের কারণে আরও যেসব সমস্যা হতে পারে-

>> শরীরের রক্ত চলাচল ব্যাহত হয়। এর ফলে শরীরে রক্ত জমাট বাঁধতে পারে। রক্ত জমাট বাঁধা শরীরের পক্ষে ভালো নয়।

>> নাইলন অথবা ত্বকের জন্য উপযুক্ত নয় এমন কাপড়ে তৈরি মোজা দীর্ঘক্ষণ পরে থাকলে ত্বকে নানা রকম সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে সুতির মোজা ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: শীতে কেন বাড়ে বাতের ব্যথা? সারাতে কী করবেন? 

>> মোজা খুব আঁটসাঁট হলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। ঘুমের সময়ে অস্বস্তি হতে পারে। তাই ঘুমোনোর আগে মোজা খুলে রাখাই ভাল।

ঘুমের আগে পায়ের তলায় তেল মালিশ করতে পারেন। এ ছাড়া ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে একটি সুতির মোজা পরে নিতে পারেন। তবে ঘুমোনোর আগে মোজাটি খুলে নিতে ভুলবেন না যেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জিকেএস

আরও পড়ুন