ঈদযাত্রার আগে ঘরের যেসব কাজ গুছিয়ে যাবেন
ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। এরই মধ্যে অনেকেই রাজধানী ছেড়েছেন। আবার অনেকেই ঈদযাত্রার পরিকল্পনা করছেন।
তবে ঈদের ছুটিতে তাড়াহুড়ো করে বাড়ি ফেরার কারণে অনেকেই ঘরের বিভিন্ন কাজ গুছিয়ে রেখে যেতে ভুলে যান। যার পরিণতি অনেক সময় ভয়াবহও হতে পারে।
আরও পড়ুন: ঈদযাত্রায় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
তাই ঈদযাত্রায় যাওয়ার আগে অবশ্যই আপনার ঘর সুরক্ষিত রাখতে কিছু কাজ গুছিয়ে যেতে হবে। চলুন তবে জেনে নেওয়া যাক কোন কাজগুলো গুছিয়ে যেতে ভুলবেন না-
>> ঘরের বিদ্যুতের সুইচগুলো অন থাকলে অফ করে দিন মনে করে।
>> সবগুলো জানালা ভালোভাবে আটকে দেওয়া।
>> বারান্দার বাগানের গাছে পর্যাপ্ত পানি দিয়ে যাওয়া।
>> বাড়ি, অফিস, সব ধরনের প্রতিষ্ঠানের টয়লেটের কমোড ঢেকে দেওয়া।
>> রেফ্রিজারেটরের পানি ফেলে শুকিয়ে রেখে যেতে হবে।
আরও পড়ুন: বিবাহিত পুরুষরা যে কারণে বাথরুমে বেশি সময় কাটান
>> এয়ার কন্ডিশনারের পাইপের পানি পরিষ্কার করে রেখে যেতে হবে।
>> সব ধরনের পাত্রের পানি ফেলে পরিষ্কার করে উল্টিয়ে রাখতে হবে।
>> পানির ট্যাঙ্কের ঢাকনা বন্ধ করে রাখতে হবে।
>> বাড়িতে নেওয়ার ব্যাগপত্র গুছিয়ে দরজার কাছে রাখতে হবে।
>> রান্নাঘর বা টয়লেটের পানির কল ভালোভাবে বন্ধ করে দেওয়া।
আরও পড়ুন: কোরবানি ঈদে সুস্থ থাকতে ডায়াবেটিস রোগীরা যে নিয়ম মানবেন
>> গ্যাসের চুলা ভালোভাবে বন্ধ করে যেতে হবে।
>> গ্যাস লাইন ও মিটার ভালোভাবে পরীক্ষা করে দেখুন।
>> বের হওয়ার সময় প্রধান দরজা ভালোভাবে তালাবন্ধ করতে হবে।
>> আর মনে করে তালার চাবি নিতে ভুলবেন না।
জেএমএস/জিকেএস