ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ব্লেন্ডারে যেসব খাবার ব্লেন্ড করতে গিয়ে বিপদে পড়তে পারেন

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৫ জুন ২০২৩

রান্নাঘরের জনপ্রিয় এক সরঞ্জাম হলো ব্লেন্ডার। এটি ব্যবহার করা যতটা সহজ, এর যত্ন নেওয়াটাও কিন্তু জরুরি। একটি ব্লেন্ডারের সাহায্যে খুব দ্রুত পিউরি, স্মুদি বা পেস্ট তৈরি করা যায়।

বর্তমানে কমবেশি সবাই ব্লেন্ডারের উপর সম্পূর্ণ নির্ভরশীল। আর এ কারণে সব ধরনের খাবারই ব্লেন্ড করার জন্য ব্যবহৃত হয় ব্লেন্ডার। তবে এমন কিছু খাবার আছে যা ব্লেন্ডারে কখনো ব্লেন্ড করার চেষ্টা করবেন না-

আরও পড়ুন: দুধের সঙ্গে যে খাবার খেলে হতে পারে বিপদ 

আলু

আলু বিভিন্ন উপায়ে উপভোগ করা যেতে পারে, কিন্তু ব্লেন্ডারে রাখলে জিনিসগুলি আরও খারাপ হতে পারে।
আলুতে প্রচুর স্টার্চ থাকে ও ব্লেডের দ্রুত চলাচলের সংস্পর্শে এলে তারা আরও বেশি স্টার্চ ছেড়ে দিতে পারে। এতে কাজ আরও বেড়ে যাবে এমনকি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না।

হিমায়িত খাদ্য

ব্লেন্ডারে হিমায়িত খাবার যেমন- ব্লুবেরি, স্ট্রবেরি, শাকসবজি ইত্যাদি রাখা এড়িয়ে চলুন কারণ এগুলো বেশ শক্তিশালী ও ব্লেডের পক্ষে সেগুলো ভাঙা কঠিন হতে পারে।

আপনার যদি সত্যিই এগুলো ব্লেন্ড করার প্রয়োজন হয় তাহলে কিছুক্ষণের জন্য ঘরের তাপমাত্রায় রেখে দিন ও তারপরে ব্লেন্ড করুন।

আরও পড়ুন: সব সময় হাত ঘামে, কঠিন রোগের লক্ষণ নয় তো? 

যে কোনো গরম জিনিস

ভুল করেও ব্লেন্ডারে গরম জিনিস রাখবেন না। বেশিরভাগ মানুষ তাদের ব্লেন্ডারে গরম পিউরি বা গ্রেভিগুলো মসৃণ করার চেষ্টা করে।

তবে এক্ষেত্রে প্রচুর বাষ্প ও চাপ তৈরি করতে পারে, যা বিস্ফোরণের ঝুঁকিতে ফেলতে পারে। ব্লেন্ডারে গরম চিজ রাখা আরও বিপজ্জনক হতে পারে।

তীব্র গন্ধযুক্ত খাবার

তীব্র গন্ধযুক্ত খাবারগুলোও ব্লেন্ডারে রাখবেন না। বেশিরভাগ মানুষ পিউরি তৈরি করতে পেঁয়াজ, রসুন বা আদা ব্লেন্ডারে রেখে দেন। এই ভুল কখনো করবেন না।

আরও পড়ুন: চার্জার ফ্যান ভালো রাখতে যত্ন নেবেন যেভাবে 

ময়দা

কেউ কেউ স্মার্টনেস দেখানোর জন্য ব্লেন্ডারে ময়দা মাখার চেষ্টা করেন, এই ভুল কখনো করবেন না। এ কারণে ব্লেন্ডারের ব্লেডগুলো নষ্ট হতে পারে।

আদা

ব্লেন্ডারে কমবেশি সবাই আদা ব্লেন্ড করেন। তবে অনেকেই জানেন না যে, আদার রস বা তরল উপাদান থেকে ফাইবারস অংশকে আলাদা করতে পারে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জিকেএস

আরও পড়ুন