ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

দাঁত হলুদ হয়ে যাওয়া যেসব রোগের ইঙ্গিত দেয়

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০১:৪২ পিএম, ০১ ডিসেম্বর ২০২২

দাঁত হলদে হওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। যদিও বেশিরভাগ মানুষই একে সাধারণভাবেই দেখেন। আসলে অতিরিক্ত মসলাদার খাবার, ধূমপান, অ্যালকোহল, সোডা পান করা ও অযত্নে দাঁতের রং বদলে যায়।

তবে জানলে অবাক হবেন, শুধু অযত্ন নয় হলুদ দাঁতের পেছনে থাকতে পারে নানা ধরনের রোগের ইঙ্গিত। যা ধীরে ধীরে দাঁতকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। জেনে নিন কোন কোন সমস্যার কারণে দাঁত হলুদ রং ধারণ করে-

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডেন্টিনোজেনেসিস

মেডলাইনপ্লাসের মতে, ডেন্টিনোজেনেসিস অসম্পূর্ণতা দাঁতের একটি ব্যাধি। এতে আপনার দাঁতের রং বদলাতে শুরু করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই রং হলুদ-বাদামি, নীল-ধূসরের মতো হতে পারে। এই রোগে দাঁত দুর্বল হয়ে যায় ও ভেঙে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

জিঞ্জিভাইটিস

বিজ্ঞাপন

জিঞ্জিভাইটিস হলো দাঁত হলুদ হওয়ার সবচেয়ে সাধারণ কারণ। এই সমস্যাকে মাড়ির সংক্রমণও বলা হয়। মুখের এই রোগের কারণে দাঁতে ব্যাকটেরিয়া জমতে শুরু করে।

ফলে মাড়িও ফুলে যায়। দাঁতের স্বাস্থ্যবিধি বজায় রাখা ও অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহার করে এড়ানো যায় এই সমস্যা।

jagonews24

বিজ্ঞাপন

ক্যানকার ঘা

ক্যানকার ঘা হলে মুখের ভেতরে ছোট ছোট ফোসকা দেখা দেয়। এই ফোসকা মুখের তালুতেও হতে পারে। ক্যানকার ঘা দেখতে লাল ও হলুদরঙা হয়। এই সমস্যা মুখের স্বাস্থ্য নষ্ট করে ও দাঁতের রংও হলদেটে করে দেয়।

লিভারের রোগ

বিজ্ঞাপন

লিভারের সমস্যার কারণেও দাঁতও হলুদ হয়ে যায়। অনেক গবেষণায় দেখা গেছে, রোগী যখন জন্ডিসের মতো লিভারের রোগে আক্রান্ত হয়, তখন শরীরে বিলিরুবিন বাড়তে থাকে। যার কারণে ত্বক, চোখ ও দাঁত হলুদ হয়ে যায়।

হলুদ দাঁতের কারণ

উপরে উল্লিখিত রোগ ছাড়াও আরও কিছু সমস্যাও দাঁত হলুদ করে। বিশেষজ্ঞরা দেখেছেন, কিছু ওষুধ, গর্ভাবস্থার সংক্রমণ, কেমোথেরাপি, ট্রমা, সিলিয়াক ডিজিজ এমনকি ইটিক ডিসঅর্ডারের কারণেও দাঁতের রং বদলাতে পারে।

বিজ্ঞাপন

কীভাবে দাঁতের যত্ন নেবেন?

১. দাঁতের উজ্জ্বলতা ধরে রাখতে নিয়মিত ওরাল চেকআপ করাতে হবে।
২. ধূমপান ও মদ্যপান ত্যাগ করতে হবে।
৩. প্রতিদিন অন্তত দু’বার দাঁত ব্রাশ করতে হবে।
৪. নিয়মিত অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহার করুন।

সূত্র: ওয়েবএমডি

বিজ্ঞাপন

জেএমএস/জিকেএস

আরও পড়ুন

বিজ্ঞাপন