ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

গোলাপ পিঠা

প্রকাশিত: ১০:২৪ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

এবার শীতে নিশ্চয়ই অনেক পিঠা খেয়েছেন। সেসব পিঠার তালিকায় কি গোলাপ পিঠার নামটি রয়েছে? না থাকলে আজই তৈরি করে ফেলুন। রেসিপি জানা নেই? রইলো গোলাপ পিঠা তৈরির রেসিপি-

উপকরণ : দুধ ২ কাপ, ময়দা ৩ কাপ, চিনি ৪ টেবিল চামচ, লবণ সামান্য, ঘি ২ টেবিল চামচ।

সিরার উপকরণ : চিনি ৩ কাপ, পানি দেড় কাপ, দারুচিনি ২ টুকরা। সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে সিরা করতে হবে।

প্রণালি : দুধ গরম হলে চিনি, লবণ, ময়দা দিয়ে কাই করে নিতে হবে। পরে ঠাণ্ডা হলে অল্প অল্প করে ঘি দিয়ে ভালো করে মথে রুটি বেলে দুই ইঞ্চি ব্যাসে গোল গোল করে কেটে গোলাপ তৈরি করতে হবে। গরম ডুবোতেলে বাদামি রং করে ভেজে সিরায় ছাড়তে হবে।

এইচএন/আরআইপি