স্ট্রোকের পর লোম গজালো জিহ্বায়, এর কারণ কী?
স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির সঙ্গে অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে। যদিও তিনি স্ট্রোকের পর ভাগ্যগুণে প্রাণে বেঁচে গিয়েছেন। তবে স্ট্রোকের ২ মাস পর তিনি মারাত্মক এক সমস্যার সম্মুখীন হন তিনি। যদিও তার সমস্যাটি অত্যন্ত বিরল।
বলছি ভারতের ৫০ বছর বয়সী এক ব্যক্তির কথা। স্ট্রোকের পর এই ব্যক্তির জিহ্বায় গজিয়েছে কালো লোম। যা দেখে চিকিৎসকরাও বেশ অবাক হয়েছেন। কারণ এই ঘটনা বিরল।
ইনজামা ডার্মাটোলজিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ভারতীয় অজ্ঞাতনামা ওই রোগীর স্ট্রোক হওয়ার পর শরীরের বাম দিক পক্ষাঘাতগ্রস্ত হয়। এ কারণে ৫০ বছর বয়সী এই রোগী নিজে খেতে পারতেন না। তাই ডাক্তাররা তাকে তরল ডায়েটে রেখেছিলেন।
বেশ কয়েক মাস পরে তিনি একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান। কারণ তার জিহ্বায় কালো কালো লোম গজিয়ে আস্তরণ পড়ে গিয়েছিল। তবে এর কারণ কী? ভারতের কোচিনের মেডিকেল ট্রাস্ট হাসপাতালের একটি দল রোগিটির চিকিৎসায় যুক্ত হন।
তারা রোগীর জিহ্বায় ঘন চুলে হলুদ চিহ্ন দেখতে পান। যা খাবারের কারণে হয়েছিল। এই বিরল রোগের নাম হলো ‘লিঙ্গুয়া ভিলোসা নিগ্রাবা’। নিয়মিত জিহ্বা পরিষ্কার করা না হলে জিহ্বার এই লোমগুলো অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। যা ১৮ মিলিমিটার দৈর্ঘ্য পর্যন্তও লম্বা হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, জিহ্বায় এমন লোম গজানোর বিষয়টি ব্যাকটেরিয়ার কারণে ঘটে থাকে। ক্লিভল্যান্ড ক্লিনিকের ব্যাখ্যা অনুসারে, যদিও এটি খুব বেশি ক্ষতি করে না, তবে অবস্থাটি দেখতে বিরক্তিকর ও মুখের স্বাস্থ্য দুর্বল করে দেয়।
যখন খামির ও ব্যাকটেরিয়া অতিরিক্ত বৃদ্ধি পেতে শুরু করে, তখন তারা বিবর্ণ হয়ে যায়। ফলে চুলের মতো বস্তুতে রূপ নেয়। এটি ধারণা করা হয় যে, ওভারলং প্যাপিলি কেরাটিন তৈরি করতে পারে।
একটি প্রোটিন যা চুলে পাওয়া যায়। এ কারণে জিহ্বা তার রঙ সাদা, কালো ও হলুদে পরিবর্তন করতে পারে। যখন খাবার চুলের মধ্যে ছড়িয়ে পড়ে তখন হলুদ হয়ে যায়।
কালো লোমশ জিহ্বা হওয়ার কারণ কি? ধূমপান, কোকেন ব্যবহার, অ্যালকোহল, ডিহাইড্রেশন ও নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও এমনটি হতে পারে।
স্ট্রোক অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী, স্ট্রোক রোগীদের জটিলতার ঝুঁকি কমাতে মৌখিক স্বাস্থ্যবিধি সম্পর্কে দ্বিগুণ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে স্ট্রোকের পর গিলতে সমস্যায হয়।
বেশিরভাগ ক্ষেত্রে, কালো লোমযুক্ত জিহ্বার সমস্যা ৪০ বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যে দেখা যায়। এটি সত্যিই একটি অদ্ভুত সমস্যা।
আমেরিকান একাডেমি অব ওরাল মেডিসিন অনুসারে, ১৩ শতাংশ প্রাপ্তবয়স্করা তাদের জীবনের কোনো না কোনো সময়ে ‘কালো লোমযুক্ত জিহ্বা’র সমস্যায় ভোগেন।
ভারতীয় ওই রোগীর এ সমস্যার সমাধান হিসেবে বিশেষজ্ঞরা মৌখিক স্বাস্থ্যবিধি অনুশীলনের পরামর্শ দেন। পাশাপাশি চিকিৎসকরা তার জিহ্বার মরা ত্বকও পরিষ্কার করেন। ২০ দিনের মধ্যেই তার কালো জিহ্বা আসল রং ফিরে পায়।
স্ট্রোকের ফলে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া যেমন- পড়তে, গিলতে, কথা বলতে অসুবিধা দেখা দিতে পারে। এমনকি খুব ক্লান্তও বোধ করতে পারে। স্ট্রোকের অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলেঅর মধ্যে রয়েছে-
>> ব্যথা
>> মানসিক সমস্যা
>> পক্ষাঘাত
>> স্মৃতিশক্তি হ্রাস
>> ঝাপসা দৃষ্টি
>> ওভার অ্যাকটিভ রিফ্লেক্স
>> অসাড়তা
>> ভারসাম্যে সমস্যা
>> পেশীর দূর্বলতা
সূত্র: ডেইলি মেইল/হেলথ সাইট/টাইমস নাউ নিউজ
জেএমএস/জিকেএস