ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

মেহেদির রং গাঢ় করার সহজ ৫ কৌশল

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৯ জুলাই ২০২১

আর মাত্র দুই দিন পরই ঈদুল আজহা। আর ঈদসহ বিভিন্ন উৎসব এলেই ধুম পড়ে যায় মেহেদি পরার। যেকোনো উৎসবে মেহেদির লাল রঙে হাত না রাঙালে কী হয়!

অনেকেই কষ্ট করে দুই হাত ভরে মহেদি পরলেও গাঢ় রঙের অভাবে তা সৌন্দর্য হারায়। আবার অনেক সময় সারারাত হাতে মেহেদি রাখলেও গাঢ় রং মেলে না।

jagonews24

তাই যেকোনো অনুষ্ঠান বা উৎসবে মেহেদি ব্যবহার করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। তাহলেই পাবেন মেহেদির গাঢ় রং। জেনে নিন মেহেদির রং গাঢ় করার কৌশল-

> মেহেদি ব্যবহারের আগে আপনার হাত-পা শেভ করবেন না। এমনকি ওয়াক্সিং করাও ঠিক নয়। এর ফলে ত্বকের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। তাই পরবর্তীতে ওই ত্বকে মেহেদি ব্যবহার করলে গাঢ় রং পাওয়া যায় না। মেহেদি পরার ৩-৪ দিন আগে এসব কাজ সম্পন্ন করুন।

jagonews24

> গাঢ় রং পেতে উৎসব বা অনুষ্ঠানের অন্তত ২৪ বা ৪৮ ঘণ্টা আগে মেহেদি ব্যবহার করুন। সেইসঙ্গে সর্বোচ্চ ৭-১২ ঘণ্টা মেহেদি হাতে রাখুন। তাহলেই পাবেন গাঢ় রং।

> মেহেদি হালকা শুকানোর পর গাঢ় রং পেতে ক্লোভ স্টিম নিতে পারেন। এজন্য একটি পাত্রে পানির সঙ্গে কয়েকটি লবঙ্গ ফুটিয়ে নিন। তারপর ওই ফুটন্ত পানির বাষ্প হাতে লাগালেই মেহেদির রং গাঢ় পাবেন।

jagonews24

> মেহেদি কিছুটা শুকানোর পর একটি তুলোর বল লেবুর রস এবং চিনির মিশ্রণে ডুবিয়ে ব্যবহার করুন। তারপর যখন মেহেদি পুরোপুরি শুকিয়ে গেলে এটি ঘষে তুলে ফেলুন। সরিষার তেল ব্যবহার করুন মেহেদির স্থান। তারপর একটি ব্যান্ডেজ দিয়ে মেহেদির স্থান ঢেকে ঘুমিয়ে পড়ুন রাতে।

> তবে লেবু এবং চিনির দ্রবণ অতিরিক্ত ব্যবহার করবেন না। অন্যদিকে সাবান পানি দিয়ে কখনো মেহেদি অপসারণ করবেন না। এমনকি মেহেদি তুলে ফেলার পরও কমপক্ষে ১২ ঘণ্টা ওই স্থানে পানি লাগাবেন না।

সূত্র: বলিউড শাদিস

জেএমএস/জিকেএস

আরও পড়ুন