ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

চুল সিল্কি করুন ঘরে তৈরি কন্ডিশনারে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৩ জুলাই ২০২১

অনেকের চুলই থাকে রুক্ষ ও প্রাণহীন। এমন চুল খোলা রাখলেও ভালো লাগে না আবার ঠিকমতো স্টাইল করে বাঁধাও যায় না। অন্যদিকে সিল্কি ও মসৃণ চুল কে না চায়!

একমাত্র কন্ডিশনার ব্যবহারের মাধ্যমেই চুল সিল্কি ও রুক্ষ চুলে প্রাণ ফেরানো সম্ভব। তবে অনেকেই চুল সিল্কি করতে বাজারের বিভিন্ন কেমিকেলযুক্ত কন্ডিশনার ব্যবহার করে থাকেন।
এতে চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তার চেয়ে বাড়িতেই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন কন্ডিশনার। জেনে নিন কীভাবে-

jagonews24

কলার কন্ডিশনার

একটি কলার সঙ্গে ৩ টেবিল চামচ মধু, ৩ টেবিল চামচ দুধ, ৩ টেবিল চামচ অলিভ অয়েল এবং একটি ডিম ব্লেন্ড করে নিন।

১৫-৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে, তারপর ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন চুলে কতটা জেল্লা দিচ্ছে!

ভিনেগার ও ডিমের কন্ডিশনার

২-৩টি ডিমের সঙ্গে এক টেবিল চামচ ভিনেগার, ২ চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।

jagonews24

তারপর দেড় চা চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ মধু দিয়ে আবার মিশিয়ে নিন। মিশ্রণটি ১০-১৫ মিনিট চুলে লাগিয়ে রেখে ভালো করে ধুয়ে ফেলুন। এতে চুল তো মসৃণ হয়ই চুল পড়ার বন্ধ হয়।

নারকেল তেল ও মধুর কন্ডিশনার

এক টেবিল চামচ নারকেলের তেলে সমপরিমাণ মধু, গোলাপ জল ও লেবুর রস, ২ টেবিল চামচ টকদই ভালো করে মিশিয়ে নিন। তারপর শ্যাম্পু করা চুলে দিয়ে ১০-১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলবেন।

jagonews24

টকদইয়ের কন্ডিশনার

ত্বক ও চুলের যত্নে দারুণ কাজ করে টকদই। এজন্য বাটিতে একটি ডিম ফেটিয়ে নিন। তাতে ৬ টেবিল চামচ টকদই মেশান।

১৫ থেকে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দইয়ের প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড চুলের জন্য খুবই উপকারী।

জেএমএস/এমকেএইচ

আরও পড়ুন