ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

মেহেদির রং গাঢ় ও দীর্ঘস্থায়ী করার কৌশল

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১১ মে ২০২১

বিভিন্ন উৎসবে মেহেদির ব্যবহার যুগ যুগ ধরেই চলমান। তেমনি ঈদে মেহেদি হাতে না পরলে আনন্দ অনেকখানি মাটি হয়ে যায়। ছোট-বড় সবাই চাঁদ রাতে মেহেদি উৎসবে মেতে ওঠে। কষ্ট করে মেহেদি পরলেও অনেক সময় দেখা যায়, এর রং ঠিকমতো বসেনি। তখন অনেকেরই মন খারাপ হয়ে যায়।

প্রাথমিকভাবে মেহেদি কম সময়ের জন্য হাতে রেখে দিলে রং হালকা হওয়ার সম্ভাবনা থাকে। মেহেদিতে থাকে লসোন নামক একটি উপাদান। এটিই মূলত ত্বকের কোষ, কোলাজেন এবং কেরাটিনের সঙ্গে মিশে গাঢ় বাদামি রং ধারণ করে। জেনে নিন কীভাবে মেহেদির রং গাঢ় করবেন-

jagonews24

>> মেহেদি ব্যবহার করে দীর্ঘক্ষণ তা রেখে দিন। এতে রং গাঢ় হওয়ার সম্ভাবনা থাকে।

>> মেহেদি ব্যবহারের পর হেয়ার ড্রায়ারের সাহায্যে গরম বাতাস প্রয়োগ করে তাপ দেওয়ার চেষ্টা করুন। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

>> ক্ষারীয় উপাদান ব্যবহার করতে পারেন। ক্ষারযুক্ত বা অম্লীয় উপাদানগুলোর সঙ্গে মেহেদি মিশিয়ে রং আরও গাঢ় করতে পারে। লেবুর রস ব্যবহার করলে মেহেদির রং গাঢ় হয়।

jagonews24

>> লেমন অয়েল, ইউক্যালিপটাস তেল বা লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন। এতে মেহেদির রং গাঢ় এবং দীর্ঘস্থায়ী হবে।

>> কফি এমনিতেই বাদামি রঙের আভা দেয়। মেহেদির সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করলে রং গাঢ় হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

>> মেহেদিতে বিটরুটের রসও মেশাতে পারেন। এতে প্রাকৃতিকভাবে গাঢ় রং হবে। মেহেদির সঙ্গে বিটরুটের পাউডারও মেশাতে পারেন।

jagonews24

>> মেহেদিতে চিনি ব্যবহারের মাধ্যমেও এর রং আরও গাঢ় করতে পারেন। এই রং দীর্ঘস্থায়ীও হয়ে থাকে।

মেহেদি ব্যবহারের ক্ষেত্রে যা করণীয়

>> গাঢ় রং পেতে মেহেদি প্রায় ২-৬ ঘণ্টা রেখে দিন।

>> মেহেদি ধুয়ে ২-৩ মিনিটের জন্য ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে রাখুন। ঠান্ডা পানি ত্বকের ছিদ্র বন্ধ করে দেয় এবং রং দীর্ঘসময়ের জন্য ধরে রাখতে সাহায্য করে।

jagonews24

>> মেহেদি শুকিয়ে গেলে তার উপর তেল দিয়ে ম্যাসাজ করুন। এর ফলে রং গাঢ় হবে।

>> রোদে বের হওয়ার সময় মেহেদি দেওয়া স্থানটি ঢেকে রাখুন। সূর্যের আলো মেহেদির রং হালকা করে দেয়।

মেহেদি ব্যবহারের ক্ষেত্রে যা বর্জনীয়

>> মেহেদি দেওয়া স্থানটি শুষ্ক রাখুন। কোনোভাবেই যেন মেহেদি দেওয়া স্থানটি না ভেজে সেদিকে খেয়াল রাখুন। এতে রং গাঢ় হয়।

jagonews24

>> সাবান দিয়ে কখনো হাত ধুয়ে ফেলবেন না মেহেদি ওঠানোর পর। মেহেদি ওঠানোর সময় ঠান্ডা পানি ব্যবহার করুন।

>> মেহেদি শুকানোর জন্য হাই হিটের হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।

>> মেহেদি দেওয়ার আগে সেখানকার লোম ওঠাবেন না বা শেভ করবেন না। এতে ত্বকের উপরের স্তরে স্ক্র্যাপ পড়ে এবং রং হয় না।

>> মেহেদি দেওয়ার আগে ওই স্থানে ব্লিচ করবেন না বা কোনো প্রসাধনী ব্যবহার করবেন না। এসব কারণেই মেহেদি ব্যবহারে গাঢ় রং পান না।

জেএমএস/জিকেএস

আরও পড়ুন