ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

শিশুর পেটব্যথা হলে করণীয়

প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৭ অক্টোবর ২০১৫

অধিকাংশ শিশুই যে অসুখটিতে বেশি ভুগে থাকে, সেটি পেটব্যথা। বেশিরভাগ ক্ষেত্রে শিশুর পেটব্যথা জটিল কিছু নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পেটব্যথা জটিল সমস্যার ইঙ্গিত করে। কাজেই শিশুর পেটে ব্যথা হলে তাকে হেলাফেলা করা ঠিক নয়।

করণীয়
১. ব্যথা কমানোর জন্য নিজে থেকে প্যারাসিটেমল, আইরোপ্রোফেন জাতীয় ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া দেবেন না।
২. টমেটো, লেবুজাতীয় খাবার দেবেন না।
৩. চকোলেট ও অন্যান্য দুগ্ধজাতীয় খাবার বন্ধ রাখতে হবে।
৪. চর্বিযুক্ত ও তৈলাক্ত খাবার বাচ্চাকে কম খাওয়ান।
৫. প্রতিদিন প্রচুর পরিমাণ পানি খাওয়ান।
৬. অল্প পরিমাণ খাবার বার বার খাওয়ান।
৭. প্রচুর শাকসবজি ও ফলমূল খাওয়ান।

কখন চিকিৎসকের কাছে যাবেন
১. বাচ্চার বয়স যদি ৩ মাসের কম হয় ও বাচ্চার যদি ডায়রিয়া ও বমি থাকে।
২. বাচ্চা যদি ৩ দিনের বেশি সময় পায়খানা না করে ও পেটে ব্যথা থাকে।
৩. যদি রক্ত বমি করে ও পায়খানার সাথে রক্ত যায়।
৪. পেট শক্ত হয়ে গেলে।
৫. ২৪ ঘণ্টার মধ্যে পেটব্যথা না কমলে।
৬. পেটব্যথার সাথে যদি ডায়রিয়াসহ জ্বর থাকে।
৭. পেটব্যথা ও শ্বাস নিতে কষ্ট হলে।
৮. পেটে কোনো আঘাত পেলে।

এইচএন/আরআইপি