ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

প্রিয় কাজ ক্রিকেট খেলা দেখা : ইশিকা খান

প্রকাশিত: ০৬:২০ এএম, ১৩ অক্টোবর ২০১৫

বর্তমান সময়ের জনপ্রিয় তারকাদের মধ্যে একজন হচ্ছে ইশিকা খান। একদিন ছুটি হবে, নাইন এন্ড হালফ, সাইন আপ সহ অসংখ্য নাটক নিয়ে ঈদের পরেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বর্তমান প্রজন্মের এই জনপ্রিয় অভিনেত্রী এক আড্ডায় তার দিনযাপন ও লাইফস্টাইলের নানাদিক নিয়ে কথার ঝাঁপি মেলে ধরেছেন মশিউর রহমান শান্তর কাছে। আর তা নিয়েই আমাদের এই বিশেষ আয়োজন-

ইশিকার দিন-রাত্রি

ইদানীং রাতে অনেক বেশি লাইভ শো করতে হচ্ছে ইশিকাকে। তাই ইশিকার রাত দিয়েই বরং শুরু করা যাক। রাতে লাইভ শো করার কারণে নির্ঘুম থাকার অভ্যাস হয়ে গেছে ইশিকার। তাই রাতে টিভি অনুষ্ঠান উপস্থাপনা শেষ করে যখন তিনি বাসায় যান তখন অনেকটা জেগেই কাটাতে হয় তাকে। রাত নির্ঘুম হোক কিংবা না হোক যদি শুটিং থাকে তাহলে কিন্তু ঠিকই সকাল ৮ টায় বিছানা ছাড়েন তিনি। তারপর কিছু একটা খেয়েই বের হয়ে যান ইউনিটের উদ্যেশ্যে। আর যদি শুটিং না থাকে তাহলে তো সেইদিন ওঠার তেমন কোনো তাড়া অনুভব করেন না ইশিকা। হয়তো সেদিন ঘুম থেকেই ওঠেন ১২ টায়। উঠেই এক কাপ চা কিংবা কফি খান। আগে নাস্তা করলেও ইদানীং তেমন কিছু খান না সকাল বেলা। তবে দুপুরে বাসায় ভাত-মাছ, সবজি, ভর্তা খেতেই বেশি ভালোবাসেন তিনি। বিকেলে আবার কফি আর বাসায় থাকলে ফেইসবুকে সময় কাটিয়ে দিন পার হয় ইশিকার।      

ishika

পছন্দের পোশাক
পছন্দের পোশাকের কথা বলতে গেলে প্রথমেই যে পোশাকের কথা ইশিকার মাথায় আসে তা হচ্ছে সালোয়ার-কামিজ। তবে গরমে টি-শার্ট পড়তেও মন্দ লাগে না তার। আর যদি কোন উৎসব চলে আসে তাহলে অবশ্য ভিন্ন কথা। তখন প্রয়োজন অনুযায়ী পোশাক পড়তে ভালোবাসেন বর্তমান প্রজন্মের এই অভিনেত্রী। পয়লা বৈশাখে তো শাড়ি না পড়লে কিছু একটা অপূর্ণ রয়ে গেছে এমনটাই মনে হয় ইশিকার কাছে।

প্রিয় তারকা
তারকার কথা বলতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হল ইশিকাকে। কারণ এ পর্যন্ত যেসব তারকাদের সাথেই কাজ করেছেন তারাই তার পছন্দের তালিকায় যুক্ত হয়েছেন। তাই ইশিকার পছন্দের তালিকাটা বেশ বড়। এই তালিকায় যেমন সিয়াম, তওসিফদের মত তরুণ তারকা আছেন ঠিক তেমনি মোশাররফ করিম, ইমরাউল রাফাত, কিংবা শমী কায়সারের মতো অভিজ্ঞ অভিনেতা-পরিচালকরাও আছেন। তাই মিডিয়া থেকে আলাদা করে পছন্দের তারকার নাম বলাটা সত্যি কঠিন ইশিকার কাছে। তবে তার পছন্দের তারকার বিশাল একটা অংশ জুড়ে আছে বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেট খেলা অনেক বেশি পছন্দ করেন তাই মুশফিক, তাসকিন, নাসির কিংবা মাশরাফি সবাই তার চোখের মণি। মাশরাফির কথা বলতে গিয়ে তো রীতিমত দেশপ্রেমের এক বিরল নমুনার কথাই বললেন তিনি। ইশিকা মনে করেন সবাই ক্রিকেট খেললেও মাশরাফি রীতিমত দেশের জন্য যুদ্ধ করেন। কারণ, পায়ে এতগুলো সার্জারি নিয়ে ক্রিকেট খেলা তো আর চাট্টিখানি কথা নয়!

ishika

প্রিয় কাজ
ইশিকার প্রিয় কাজ ক্রিকেট খেলা দেখা। কেউ যদি তাকে সব কাজ বন্ধ করে দিয়ে ক্রিকেট ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে বসিয়ে দেয় তাহলে খেলা দেখেই সারাদিন পার করে দিতে পারবেন ইশিকা। ক্রিকেট মানেই অদ্ভুত এক পাগলামি কাজ করে ইশিকার মনের ভেতর।

অনুপ্রেরণা
অভিনয়ের অনুপ্রেরণার কথা বলতে গেলে ইশিকা সবার আগে যে মানুষটির নাম নিতে চান তিনি হলেন সাংবাদিক শফিক আল মামুন। ইশিকার এই ভাইয়ের অনুপ্রেরণায় ইশিকা অভিনয় করতে অনেক বেশি আগ্রহী হন।  

অবসর
অবসর সময়ে সিনেমা দেখতে পছন্দ করেন ইশিকা। ভালো লাগে গান শুনতে এবং বই পড়তেও। যদিও মাঝে মাঝে বই পড়াটা একঘেয়ে লাগে তার কাছে, তবুও চেষ্টা করেন বই পড়তে। তবে অবসরের বিশাল একটা অংশ যে কাজে ব্যয় হয় সেটি হচ্ছে ফেইসবুকিং।

ishika

ভবিষ্যৎ পরিকল্পনা
ভবিষ্যতে নিজেকে একজন ভালো মা হিসেবে দেখতে চান ইশিকা। একজন ভালো মা, একজন ভালো স্ত্রী হিসেবেই দেখার ইচ্ছে তার। আর যদি অভিনয়ের সাথেই থাকেন তাহলে নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে দেখতে চান বর্তমান প্রজন্মের এই জনপ্রিয় অভিনেত্রী।

এইচএন/পিআর