ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ফুলকো লুচি তৈরি করবেন যেভাবে

প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৫ অক্টোবর ২০১৫

পূজার খাবারের অন্যতম আকর্ষণ হলো ফুলকো লুচি। খেতে মুখরোচক হলেও ফুলকো লুচি তৈরির রেসিপি হয়তো অনেকেই জানেন না। না জানলে এখনই শিখে নিন। রইলো রেসিপি-

উপকরণ : ময়দা ১ কাপ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, টক দই ১ টেবিল চামচ, তরল দুধ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, লবণ হাফ চা চামচ, ঘি ১ টেবিল চামচ, তেল প্রয়োজনমতো।

প্রণালি : একটি পাত্রে ময়দা, গুঁড়া দুধ, চিনি, লবণ, টক দই ও ঘি দিয়ে ময়ান করে এরপর তরল দুধ দিয়ে আবার ময়ান করে লুচির খামির তৈরি করে নিতে হবে। এরপর ছোট ছোট করে কেটে লুচি বেলে গরম ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করতে হবে।

এইচএন/আরআইপি