ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

শিখে নিন সুস্বাদু লাউয়ের খোসা ভর্তা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯

চমৎকার স্বাদের একটি সবজি হলো লাউ। এর খোসাও কিন্তু ফেলনা নয়। লাউ রান্না করে খাওয়ার পাশাপাশি খাওয়া যয় লাউয়ের খোসাও। লাউয়ের খোসা দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ভর্তা। জেনে নিন রেসিপি-

উপকরণ:
লাউয়ের খোসা- ১ কাপ
চিংড়ি মাছ কুচি- ২ টেবিল চামচ
শুকনা মরিচ টালা- ৪/৫ টি
পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ
রসুন কুচি- ১ টেবিল চামচ
সরিষার তেল- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- সামান্য
লবণ- পরিমাণমতো
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ।

Vorta-2

প্রণালি:
লাউয়ের খোসা ধুয়ে অল্প পানিতে সিদ্ধ করে নিন। এরপর বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। সরিষার তেল গরম করে রসুন কুচি একটু ভেজে নিন। এবার চিংড়ি দিয়ে ভাজুন। এখন একে একে সব উপকরণ দিয়ে হালকা করে মিশিয়ে নিন। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

এইচএন/এমকেএইচ